যশোরে ছেলের উপর অভিমান করে তাসলিমা (৩৫) নামে এক মা কীটনাশক পান করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের মফিজুলের স্ত্রী।
কোতয়ালি মডেল থানার পুলিশ কনস্টেবল রুহুল আমীন জানান, মঙ্গলবার সন্ধ্যারাত গৃহবধূ তাসলিমার সাথে সাংসারিক বিষয় নিয়ে তার ছেলের বচসা হয়। এক পর্যায় তাসলিমা অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। বাড়ির লোকজন টেরপেয়ে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। কিছুক্ষণ পর তাসলিমা মারা যায়। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।