মণিরামপুরে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠেকাল পুলিশ

jessore map

যশোরের মণিরামপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন বন্ধ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৯৯৯ নম্বরের কল পেয়ে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন সরেজমিন কোদলাপাড়া গ্রামে কনের বাড়িতে গিয়ে আয়োজন পণ্ড করে।

বৃহস্পতিবার রাতে একই উপজেলার হরিহরনগর ইউপির গোয়ালবাড়ি গ্রামের সোহরাব হোসেনের বিদেশ ফেরত ছেলে আব্দুল আলীমের সাথে ওই ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল।

এসআই সালাউদ্দিন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারি কোদলাপাড়া গ্রামের ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর গোপনে বাল্য বিয়ের আয়োজন করছে তার পরিবার। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামকে সাথে নিয়ে কনের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে কনের পিতা-মাতাকে পাওয়া যায়নি। মেয়েটি ওই সময় স্কুলে মডেল পরীক্ষা দিচ্ছিল। তবে কনের বাড়িতে আত্মীয় স্বজন দেখে বিয়ের প্রস্তুতি চলছিল বলে মনে হয়েছে। রাতে বিয়ে হওয়ার কথা ছিল।

তিনি বলেন, আমি মোবাইলে বর ও কনের পিতার সাথে কথা বলে বিয়ের আয়োজন পণ্ড করেছি। কনের বয়স ১৮ বছর না হলে কোন পক্ষ এই বিয়েতে এগুবেনা বলে কথা দিয়েছে।