১১ দফা দাবিতে বাংলাদেশি ক্রিকেটারদের ধর্মঘট এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট না খেলা অনুশীলনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন সাকিবরা। আজ তাদের দাবির জবাবে সংবাদ সম্মেলনে ‘ঝড় তোলেন’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন মুহূর্তে সাকিবদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।
এক বিবৃতিতে ফিকার নির্বাহী সভাপতি টনি আইরিশ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের ঐক্যের প্রশংসা করছে ফিকা। পেশাদার ক্রিকেটার হিসেবে তাদের যে যৌক্তিক দাবি, সেগুলো একসঙ্গে তুলে ধরেছেন। বাংলাদেশে খেলোয়াড়দের একসঙ্গে কিছু করার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটা ঘটেছে। আমরা বুঝতে পারছি, পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া গেল যে ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি দেশের খেলোয়াড়দের যেভাবে দেখা হচ্ছে, সেটার পরিবর্তন দরকার। আরও একটি বিষয় পরিষ্কার হলো, গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের খেলোয়াড়দের কথা শোনা হয় না কিংবা তাদের সেই সম্মানটা দেয়া হয় না।’
কোয়াবের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব হলো তাদের হয়ে কথা বলা, খেলোয়াড়দের দ্বারা প্রতিনিধি নির্বাচিত করা। উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) খেলোয়াড়দের এই কঠিন সময়ে দায়িত্বটা পালন করতে পারছে না। আরও উদ্বেগের বিষয় হলো, কোয়াবের কর্মকর্তারা লাদেশ ক্রিকেট বোর্ডের পদেও আছেন। এসব বিষয় দেখে আমরা মনে করছি, ফিকার উচিত এতে সমর্থন দেয়া এবং এই সময়ে খেলোয়াড়দের পাশে থাকা। এমতাবস্থায় কোয়াবের সদস্যপদ নিয়েও আমাদের ভাবতে হবে।’