বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আগের মতোই স্বাভাবিক আছে।
বেতন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে ধর্মঘট করেন সাকিব আল হাসানরা। ক্রিকেটারদের আন্দোলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন পাপন। তবে শেষ পর্যন্ত সাকিবদের সব দাবি মেনে নিয়েছেন তিনি।
ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আগের মতোই স্বাভাবিক হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে দেশের একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, একদম স্বাভাবিক। আজ (শুক্রবার) সকালেই যেমন তামিমকে ফোন করেছি। ওর কাছে ভালো সব রেস্টুরেন্টের খোঁজ-খবর থাকে। সন্ধ্যায় খেতে যাওয়ার জন্য ওর পরামর্শ নিলাম। ও তিনটি রেস্টুরেন্টের নাম বলল।
ওই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, সত্যি বললে ফোন শুধু মিরাজকেই করেছিলাম। অন্যদের করিনি, কারণ বোর্ডের অন্যরা ওদের ফোন করেই যাচ্ছিল। কিন্তু ওরা ধরছিল না। তাই আমিও আর চেষ্টা করিনি, করেছি শুধু মিরাজকেই। সবার সামনেই ওর ফোন নাম্বার ডিলিট করার কথাও বলেছি। তবে এখন আবার ঢুকিয়েও নিয়েছি (হাসি…)।