খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ আর নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুরাদ আর নেই। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিকভাবে কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন কবির মুরাদ। ল্যাবএইড হাসপাতালে প্রথমে চিকিৎসা চললেও পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয়।

কবির মুরাদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার মরহেদ বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলে রাখা হয়েছে। ঢাকায় জানাজা শেষে নিজ এলাকা মাগুরায় তাকে দাফন হবে বলে জানিয়েছেন শায়রুল কবির।

এদিকে কবির মুরাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।