শুক্রবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি। বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু দুই ঘণ্টা আগে সংবাদ সম্মেলন স্থগিত করে দলটি।
বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।