ইরাক-ইরানসহ উপসাগরীয় অঞ্চলে ফ্লাইট স্থগিত রাশিয়ার

মার্কিন ঘাঁটিতে হামলার পরেই রাশিয়ার ফ্লাইটগুলোকে ইরাক, ইরান, উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগর এড়িয়ে চলতে বলা হয়েছে। দেশটির পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব অঞ্চলে ফ্লাইট পরিচালনা না করার জন্য বলা হয়েছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

বুধবার রাশিয়ান ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি রোসাভিয়াটসিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

সংস্থাটির পক্ষ থেকে ওই বিবিৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে নিরাপত্তা ঝুঁকির কারণে রাশিয়ার বেসামরিক ও ট্রান্সজিট বিমানকে ইরান, ইরাক, পারস্য উপসাগীয় অঞ্চল এবং ওমান সাগরের আকাশসীমা ব্যবহার না করার জন্য রোসাভিয়াটসিয়ার পক্ষ থেকে পরামর্শ দেয়া হচ্ছে।

এর আগে মিসর নিরাপত্তার কারণে বুধবার থেকে তিনদিনের জন্য ইরাকের রাজধানী বাগদাদে সব ধরনের ফ্লাইট সাময়িক স্থগিত করে।

শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’সহ অন্য একটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। একের পর এক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা করে ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেয় ইরানি সামরিক বাহিনী। এতে ৮০ মার্কিন সেনা নিহতের দাবি করে ইরান। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা বিরাজ করছে।