যশোরে আইসোলেশনে এক নারী, নতুন হোম কোয়ারেন্টাইনে ১০৫

jessore map

যশোরে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ১০৫ জনকে পাঠানো হয়েছে। এ নিয়ে যশোরে এ পর্যন্ত হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ২ হাজার ২৩৯জন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৯০১ জনকে।

এদিকে যশোরে আইসোলেইশনে পাঠানো এক নারীর নমুনা পাঠানো হয়েছে।

যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, যশোরে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ১০৬জনকে। এর মধ্যে যশোরের অভয়নগরে ৪জন, বাঘারপাড়ায় ৩জন, চৌগাছায় ২৪জন, সদর উপজেলার ২৭জন, ঝিকরগাছা উপজেলায় ১জন, কেশবপুরে ৩০জন, মণিরামপুরে ১৩জন ও শার্শা উপজেলায় ৪জনকে। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ১৫৫জনকে।

এদিকে যশোরের চৌগাছার হাকিমপুর গ্রামে এক নারী শনিবার সন্ধ্যায় চিকিৎসা নিতে আসলে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। হাসপাতালের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে আইসোলেশনে পাঠিয়ে দেন। রবিবার তার নমুনা আইইডিসিআর পাঠানো হয়েছে। তবে যশোরে এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি।