বিমানের ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়লো

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট। এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন।

মোকাব্বির হোসেন জানান, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে গত ২৮ মার্চ বিমান কর্তৃপক্ষ ‘আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা ৩১ মার্চের স্থলে ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে। তবে বিশেষ কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে গত ২৬ মার্চ এক সিদ্ধান্তে ১৫ এপ্রিল পর্যন্ত চীন ও যুক্তরাজ্য ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে বাংলাদেশ।