করোনাভাইরাস: স্পেনে আক্রান্ত-মৃত্যু ফের বাড়ছে

স্পেনে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ফের বাড়ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার দেশটি কোভিড-১৯ এ আক্রান্ত ৭৫৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৭৪৩।

কয়েকদিন কমার পর মঙ্গলবার থেকে টানা দ্বিতীয় দিন মৃত্যুর সংখ্যার এমন ঊর্ধ্বগতি কর্মকর্তাদের উদ্বেগও বাড়াচ্ছে বলে আল জাজিরা জানিয়েছে।

স্পেনে এর আগে গত ২ এপ্রিল করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৯৫০ জনের মৃত্যু হয়েছিল।

ইউরোপের এ দেশটিতে চারদিনের মধ্যে বুধবার করোনাভাইরাসে আক্রান্তও বেশি শনাক্ত হয়েছে। কর্মকর্তারা ২৪ ঘণ্টার মধ্যে ৬ হাজার ১৮০ জনের দেহে কোভিড-১৯ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত স্পেনে এক লাখ ৪৬ হাজার ৬৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি; মৃতের সংখ্যাও সাড়ে ১৪ হাজার পেরিয়ে গেছে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. হানস ক্লুগে জানান, ইতালি ও স্পেনে মহামারীর প্রকোপ কমে আসার ইঙ্গিত মিললেও মহাদেশটির পরিস্থিতি এখনও ‘বেশ নাজুক’।

এর মধ্যে জার্মানিতে পরিস্থিতিই তুলনামূলক সন্তোষজনক; দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালেও মৃতের সংখ্যা দুই হাজারের সামান্য বেশি।

ভাইরাস শনাক্তে ব্যাপক পরীক্ষার কারণেই জার্মানি কোভিড-১৯ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, বলছেন বিশ্লেষকরা।