উপসর্গ নেই অথচ করোনা আক্রান্ত নারায়ণগঞ্জফেরত নারী

covid 19 coronavirus

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এবার নারায়ণগঞ্জফেরত এক নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার গ-গোহালি গ্রামে। প্রায় ৩০ বছর বয়সী এই নারী তার স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকতেন। তার স্বামী সেখানে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন।

জানা গেছে, ওই নারীর শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও নারায়ণগঞ্জ থেকে আসায় তার নমুনা টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার।

তিনি জানান, গত রবিবার স্বামীর সঙ্গে ওই নারী নারায়ণগঞ্জ থেকে পুঠিয়ায় আসেন। সেদিন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরদিন তাদের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ওই নারীর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এ দম্পতির শরীরে করোনার কোনো উপসর্গ নেই।

ডা. নাজমা আরও জানান, এখন ওই নারী যাদের সংস্পর্শে গিয়েছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তাদের বাড়িও লকডাউন করা হবে। আর আক্রান্ত নারীর শারীরিক অবস্থা ভালো থাকায় হোম কোয়ারেন্টাইনে থেকেই তার চিকিৎসা চলবে।

উল্লেখ্য, পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সকালে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।