কেশবপুরে কপোতাক্ষ ব্লাড ব্যাংকের র‌্যালি ও আলোচনা সভা

যশোরের কেশবপুরে জাতীয় রক্তদান দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আপনার রক্তদানে বাঁচতে পারে একটি মানুষের জীবন” শ্লোগানকে সামনে রেখে সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের উদ্যোগে ওই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেশবপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মছিহুর রহমান, সহকারি অধ্যাপক নূরুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, কপোতাক্ষ ব্লাড ব্যাংকের উপদেষ্টা গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান খান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি আল হেলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও সমাজসেবী রেশমা ইসলাম রেনু।