২০ বছরের পুরনো বিবাদ মিমাংসা করলেন এমপি রনজিত রায়

যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত রায় বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর-চাঁপাতলা গ্রামের দীর্ঘ ২০ বছরের সামাজিক বিরোধের মিমাংসা করেছেন।

সোমবার (০২ নভেম্বর) বিকেল চারটায় গ্রামের হরিবাসর মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় বৈঠকে বিরোধের নিষ্পত্তি করা হয়। বৈঠকে গ্রামের বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন।

বৈঠক শেষে ওই গ্রামের তিনটি গ্রুপের প্রধানদের একে অন্যের সাথে হাত মিলিয়ে দেওয়া হয়। এরা হলেন, অনুকুল চৌধুরী, কৃষ্ণপদ ও হরিপদ বিশ্বাস।

মতবিনিময় বৈঠকে সংসদ সদস্য রনজিত রায় গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, হিংসা বিদ্বেষ মানুষকে বর্বরতার দিকে ঠেলে দেয়। আপনারাই তার প্রকৃষ্ট উদহারণ। দীর্ঘ ২০ বছরের সামাজিক বিরোধের ফলে তিন পক্ষই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এখন থেকে আপনারা সব দ্বন্দ্ব ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। সেই সাথে পরস্পরের প্রতি সহমর্মিতা ও সহনশীল মানষিকতা পোষণ করে চলবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাসুদেব কুমার, ত্রিশংকর বিশ্বাস, ওহিদুর রহমান, শংকর দাস, অঞ্জন রায়, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা ও সঞ্জিত কুমার বিশশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য লিন্টু রায়, রায়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ হুমায়ন রেজা তুষার প্রমুখ।