ঝিকরগাছায় পিকআপের চাপায় যুবক নিহত

jessore map

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় পিকআপের চাপায় সোলাইমান হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোহর মিয়া ও আবু হাসান নামে আরো দুই পথচারী। আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলায় মল্লিকপুরের ধাবড়ি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলাইমান হোসেনের বাড়ি মল্লিকপুর গ্রামে। তিনি পরিবহনে চিত্রাংকনের কাজ করতেন। আহত একই গ্রামের মোহর মিয়া ও আবু হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের মামা শ্বশুর তাজুল ইসলাম জানান, সকালে লাউজানী বাজার থেকে চা পান শেষে তারা মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ধাবড়িপাড়া মোড়ে পৌছালে পেছন থেকে বেনাপোলগামী একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে সোলাইমান হোসেন নিহত হন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটো কুমার নাথ জানান, ফলভর্তি পিকআপটি হতাহতদের চাপা দিয়ে ঝিকরগাছা ট্রাক স্ট্যান্ডে রেখে চালক পালিয়ে যায়। পিকআপটি আটক করে ফাঁড়িতে নেয়া হয়েছে।