দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

asadujaman khan kamal
ফাইল ছবি

প্রথমবার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলেও দ্বিতীয় দফায় পরীক্ষার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। রোববার রাতে মন্ত্রণালয়ের তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববারই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের। এজন্য তাদের করোনা পরীক্ষার নমুনা আইসিডিডিআরবিতে দেয়া হয়। শনিবার রাতে দু’জনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য দু’জনের নমুনা রোববার পুলিশ হাসপাতালে দেয়া হয়।