প্রথমবার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলেও দ্বিতীয় দফায় পরীক্ষার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। রোববার রাতে মন্ত্রণালয়ের তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববারই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের। এজন্য তাদের করোনা পরীক্ষার নমুনা আইসিডিডিআরবিতে দেয়া হয়। শনিবার রাতে দু’জনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য দু’জনের নমুনা রোববার পুলিশ হাসপাতালে দেয়া হয়।