করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। গতকাল রোববার তার করোনা পজেটিভ এসেছে।
সোমবার সন্ধ্যায় ৬ টায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য রাত ১০ টায় নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা। সত্তরের দশকে ‘জলছবি’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখান নায়ক ফারুক। তারপর থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। লাঠিয়াল, মিয়া ভাই, নয়ন মনি, গোলাপি এখন ট্রেনেসহ বহু আলোচিত সিনেমার নায়ক তিনি।