সৌদি আরবের ড্রোন ভূপাতিত করল হুতিরা

সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

আল-মাসিরা টিভি জানিয়েছে, সোমবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে চক্কর দেয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবের সিএইচ-৪ মডেলের ওই ড্রোনটি ভূপাতিত করা হয়।

এই ড্রোন ছয়টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং ২৫০ থেকে ৩৪৫ কিলোগ্রাম পর্যন্ত বোমা বহন করতে পারে।

সৌদি আরব হুতিদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অংশ হিসেবে ড্রোনটি পাঠিয়েছিল বলে দাবি তাদের।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি।

তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।