খামেনির টুইট সরিয়ে দিয়েছে টুইটার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রস্তুতকৃত ভ্যাকসিন নিয়ে মন্তব্য করা টুইটটি সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার খামেনির ইংরেজি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভ্যাকসিন টুইটটি সরিয়ে দেওয়া হয়েছে।

টুইটে তিনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রস্তুতকৃত ভ্যাকসিন আমদানি করা নিষিদ্ধ। তারা বিশ্বাসযোগ্য নয়। এমনও তো হতে পারে তারা অন্য জাতিগুলোকে (ভ্যাকসিনটির মাধ্যমে) দূষিত করছে।’

ফ্রান্সের এইচআইভি’র ওষুধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি টুইটে আরও বলেছিলেন, ‘ফ্রান্সের ভ্যাকসিনও বিশ্বাসযোগ্য নয়।’

পরে টুইটটি সরিয়ে দিয়েছে টুইটার। সেখানে একটি বার্তা দিয়ে বলা হয়েছে, ‘টুইটারের নিয়মকানুন ভঙ্গ করায় এই টুইটটি আর দেখা যাবে না।’

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার করোনা ভ্যাকসিন নিয়ে ‘সম্ভাব্য মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য’ দিলে তা সরিয়ে দেওয়ার নীতি গ্রহণ করে।

ইরানের অভিযোগ, কঠোর অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশটিকে ভ্যাকসিন সংগ্রহে বাধা দিচ্ছে।

ইরানে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন অন্তত ৫৬ হাজার জন।