হরিণাকুন্ডু উপজেলার ৮ টি ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

আগামী ৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।

শুক্রবার(৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়। পরে দলের ধানমন্ডি কার্যালয় থেকে খুলনা বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এতে ঝিনাদহের হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন নাজমুল হুদা তুষার ,২নং জোড়াদাহ ইউনিয়নে জাহিদুল ইসলাম বাবু মিয়া, ৩নং তাহেরহুদা ইউনিয়নে আতিয়ার রহমান মুন্সী,

৪ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগ নেতা এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরেগুল ইসলাম, ৫ নং কাপাশহাটীয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দার,৬ নং ফলসী ইউনিয়নে নিমাই চাঁদ মণ্ডল,

৭ নং রঘুনাথপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাষ্টার, ৮নং চাঁদপুর ইউনিয়নে এডভোকেট আব্দুল আজিজ।হরিণাকুন্ডু উপজেলার ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার মাঝি হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ।

এদিকে তারা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নতুন মুখকেও (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন।

হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে হরিনাকুন্ডু উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-উল্লাহ জানান, পঞ্চম ধাপে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ৮ ইউনিয়নের প্রার্থিতা যাচাই-বাছাই হবে ১২ ডিসেম্বর।

বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ ডিসেম্বর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে। নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি আছে বলেও জানান।