ইউক্রেনে হামলার বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নেওয়া নারী-পুরুষদের হাতে দেখা যাচ্ছে যুদ্ধবিরোধী নানা প্ল্যাকার্ড।
রাশিয়ায় অনুষ্ঠিত যুদ্ধবিরোধী বিক্ষোভের বেশ কিছু ছবি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।
এ হামলার নিন্দা জানিয়েছেন তারা। তবে বিক্ষোভ ঠেকাতে কঠোর হচ্ছে দেশটির পুলিশ। ইতোমধ্যে এক হাজার ৮০০ এর মতো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।