ইউক্রেন সংকট: বিরল বিশেষ বৈঠক ডাকলো জাতিসংঘ

১৯৫৬ সালের পর ১১তম বারের মতো ইউক্রেন ইস্যুতে বিশেষ বৈঠকে বসেছে জাতিসংঘ। ১ মিনিট নীরবতার পর শুরু হওয়া বৈঠকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শাহীদের সভাপত্বিতে এই বৈঠকে জাতিসংঘের ১৯৩ দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে। শাহীদ বলেছেন, দ্রুতই ইউক্রেনে যুদ্ধ বিরতি দরকার।

সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সব দেশকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছে, সাথে বলেছেন যুদ্ধ নয় শান্তিকেও একটা সুযোগ দেয়া উচিত। সূত্র: বিবিসি