ইউক্রেনকে ২৫ হাজার বিমান বিধ্বংসী অস্ত্র দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার সামরিক হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্রায় ২৫ হাজার বিমান বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি জানান, বিমান বিধ্বংসী অস্ত্রের পাশাপাশি ইউক্রেনকে ৬০ হাজার অ্যান্টি ট্যাংক সিস্টেমও সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বকে দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও গড়াতে পারে।

স্টোলটেনবার্গ বলেন, জোট মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যা সংঘাতটিকে স্বল্পমেয়াদি হতে সহযোগিতা করবে।

তিনি বলেন, যদি এই যুদ্ধ দীর্ঘ সময়ে গড়ায় তাহলে ইউক্রেনের মানুষের আরও বেশি আক্রান্ত হওয়ার প্রাথমিক ঝুঁকি থাকছে। আমরা আরও মৃত্যু ও ধ্বংস দেখব।

তিনি আরও বলেন, যদি এই যুদ্ধ দীর্ঘ সময়ে গড়ায় তাহলে ইউক্রেনের মানুষের আরও বেশি আক্রান্ত হওয়ার প্রাথমিক ঝুঁকি থাকছে। আমরা হয়তো আরও মৃত্যু ও ধ্বংস দেখব।