এবার পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পুতিন কন্যা মারিয়া ভরোন্তসোভা এবং ক্যাটেরিনা তিখোনোভার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কন্যা য়াকেতেরিনা সের্গেভনা ভিনোকুরোভার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

এর আগে যুক্তরাষ্ট্র পুতিনের দুই মেয়ে এবং রুশ পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ক্রেমলিন সংশ্লিষ্ট রাজকীয় জীবনযাপনকারীদের পরবর্তীতে লক্ষ্যবস্তু (টার্গেট) করা হবে।