‘কাপুরুষোচিত’ ভুল স্বীকার করতে ভয় পাচ্ছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি বলেছেন, ইউক্রেনজুড়ে বেসামরিক নাগরিকদের মৃত্যু নাকি ইউক্রেনের সেনাদের সামরিক অভিযানের কারণে ঘটছে।

এ ধরনের দাবি আসলে রাশিয়ার দুর্বলতার নমুনা। রোববার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন জেলেনস্কি।

ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মৃত্যু নিয়ে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেন, বুচায় চালানো গণহত্যার বিষয়ে তারা (রাশিয়া) বলছে, তারা এ হত্যাকাণ্ড চালায়নি।

তারা উল্টো আমাদের দোষী বানানোর চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন এটি কেন করা হচ্ছে? কারণ এটি কাপুরুষোচিত কাজ।