কিয়েভের কাছে ১২২২ লাশ পাওয়া গেছে, দাবি ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত এক হাজার ২২২ লাশ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন।

সোমবার দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি। প্রসিকিউটর ভেনেদি ক্তোভা বলেন, শুধু কিয়েভের আশপাশে থেকেই কমপক্ষে এক হাজার ২২২ লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেন, রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।সিনেগোবভ টেলিগ্রামে লিখেন— সম্মুখযুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।