বেনাপোলে হরতাল প্রত্যাহার, আমদানি রফতানি শুরু

benapole jessore map

বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা লাগাতার হরতাল স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। জুন মাসের বাজেট ও পদ্মো সেতু উদ্ভোধনের বিষয়টিকে গুরত্ব দিয়ে হরতাল প্রত্যাহার করেন তারা। ফলে বুধবার দুপুর সাড়ে বারটার পর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। চলছে লোড আনলোড। ভারত থেকেও আমদানি রফতানি শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরে বিভিন্ন অব্যাবস্থাপনা সহ তিনদফা দাবী আদায়ের দাবীতে বুধবার সকাল থেকে লাগাতার হরতালের ডাক দেয় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি। সকাল থেকে সব ধরনের পন্য আমদানি রফতানি সহ লোড আনলোড কার্য্যক্রম থাকে বন্ধ।

এরই মধ্যে ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতাদের সাথে স্থাণীয় সংসদের প্রতিনিধি রাজনৈতিত নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ফলপ্রসু বৈঠকের পর প্রত্যাহার করা হয় ধর্মঘট। বন্দর সব অব্যাবস্থাপনা রোধে এমপি শেখ আফিল উদ্দিন ব্য্বাস্থা নেবেন বলে জানান।