ঝিনাইদহে ৩ দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী নাট্য উৎসব। সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে এ উৎসব শুরু হয়। অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ৩ দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

সেসময় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হয় পিঠা মেলার। শহরের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাসহ গৃহীনিরা পিঠার প্রদর্শণ করেন। রাতে প্রদর্শণ করা হয় নাচ ও গান।

শেষে মঞ্চায়িত হয় নাটক ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। নাট্যজন খান শওকত’র রচনায় জসিম উদ্দিন আকন’র নির্দেশনায় ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের শিশুরা এই নাটক পরিবেশন করেন। নাটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে তার অবদানের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়। যা উপভোগ করেন শহরের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা।