এশিয়া কাপ আয়োজনে নতুন হাইব্রিড পদ্ধতির প্রস্তাব করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। প্রস্তাব শুনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কমিটির (এসিসি) সভাপতি জয় শাহ নাকি বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত জানাবেন।
এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আসরটি তারা ঘরের মাঠে আয়োজন করতে চেয়েছিল। কিন্তু এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এরপর হাইব্রিড পদ্ধতির প্রস্তাব করেছিল পিসিবি। যেখানে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। অন্য ম্যাচগুলো হবে পাকিস্তানে।
ওই পদ্ধতিতে আপত্তি জানিয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠির নতুন প্রস্তাব হলো, দুই ধাপে হবে এশিয়া কাপ। প্রথম রাউন্ডে ভারত ছাড়া অন্য দলগুলো পাকিস্তানে গিয়ে খেলবে। দ্বিতীয় ধাপে ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
ওই প্রস্তাবের বিষয়ে নাজাম শেঠি বলেছেন, ‘এশিয়া কাপে হাইব্রিড পদ্ধতি মানে ছাড় দেওয়া। কিন্তু আমরা তাতেও রাজি আছি। আমরা দুই ধাপে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছি। গ্রুপ পর্বের চার ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাকিগুলো নিরপেক্ষ ভেন্যুতে।’
ওই প্রস্তাবে নাকি রাজি হয়েছেন জয় শাহ। নাজাম শেঠি ওই দাবি করে বলেছেন, ‘তিন দিন আগে এসিসির একজন সিনিয়র মুখপাত্রের সঙ্গে দুবাইতে আমি বৈঠক করেছি। তাকে হাইব্রিড এশিয়া কাপের পদ্ধতি আমি বিস্তারিত বলেছি। উনি জানান যে, জয় শাহ’র সঙ্গে আলোচনা করে জানাবেন।’
শেঠি বলেন, ‘এরপর তার (মুখপাত্র) সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার কথা হয়। তিনি জানান যে, নতুন পদ্ধতিতে জয় শাহর কোন আপত্তি নেই। তবে তিনি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করতে চান।