২০২৫-২৯ মেয়াদে ইউনেস্কোর মহাপরিচালক পদে মেক্সিকোর প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার গতকাল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস উপস্থিত ছিলেন।
বৈঠকে গাব্রিয়েলা রামোস পাতিনা বাংলাদেশে শিক্ষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কিভাবে দৃঢ়তা, নীতির প্রতি অঙ্গীকার এবং সমতার উপর গুরুত্বারোপের মাধ্যমে অর্থবহ পরিবর্তন আনা যায়। ইউনেস্কো এই দেশকে শুধুমাত্র একটি সদস্য রাষ্ট্র হিসেবেই নয়, বরং প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবেও দেখে।”
তিনি অধ্যাপক ইউনূসের উদ্দেশে বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকালে আপনার নেতৃত্ব অনন্য। আপনার দায়িত্ব গ্রহণ কেবল বাংলাদেশ নয়, বরং সারাবিশ্বে স্বচ্ছ ও নৈতিক প্রশাসনে বিশ্বাসীদের জন্যও আশা জাগানিয়া।’
প্রধান উপদেষ্টা গাব্রিয়েলা রামোস পাতিনার সফর এবং প্রার্থিতাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘আমরা একটি কঠিন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ বড়, তবে আমরা জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের জন্য কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগকারীদের আস্থার ক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। ‘এটি কেবল একটি সম্মেলন ছিল না; এটি ছিল একটি বার্তা—বাংলাদেশ উন্মুক্ত, সংস্কারমুখী এবং দায়িত্বশীল প্রবৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
উভয় পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু সহনশীলতায় সহযোগিতার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।