যশোর শার্শায় সন্ত্রাসী হামলার শিকার লাল্টুকে দেখতে ঢাকা মেডিকেলে অনিন্দ্য ইসলাম অমিত

যশোরের বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ৯২৫ এর লেবার সরদার এবং ৯নং উলাশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লাল্টু মিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

গত ২৭ এপ্রিল (রবিবার) বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন লাল্টু মিয়াকে দেখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,”লাল্টু মিয়া বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দলীয় সকল আন্দোলন, মিছিল ও সমাবেশে তার সরব উপস্থিতি ছিলো। ফ্যাসিবাদী সরকারের শাসনামলে তিনি একাধিক হামলা-মামলার শিকার হয়েছেন। আজ তার ওপর বর্বর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন,”এই নির্মম হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে লাল্টু মিয়ার ওপর হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং দুপায়ে গুলি করে। হকস্টিক দিয়ে পিটিয়ে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

বর্তমানে লাল্টু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।