যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে সেলিম রেজা ডাবলু (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মহাসড়কের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকে কাজ করছে পুলিশ। নিহত সেলিম রেজা ডাবলু যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে।
নিহতের ভাই শাহীন জানান, সেলিম রেজা ডাবলু প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহরে ইজিবাইক চালাতেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। আজ সকালে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের অদূরে মহাসড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিমের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের মৃত্যুর খবর জানায়। এরপর তারা গিয়ে লাশ শনাক্ত করেন।
তিনি আরও জানান, সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের দাবি, এটি কোনো ছিনতাই নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেছেন, হত্যাকারীরা সেলিমের ইজিবাইক নিয়ে গেলেও মোবাইল ফোনটি ঘটনাস্থলেই ফেলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকে জোর প্রচেষ্টা চালাচ্ছে। নিহত সেলিম রেজার লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।