কেশবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলায় বজ্রপাতে শামিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদার এর ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে ।

জানা গেছে, শামিম হোসেন প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সাগরদত্তকাটি গ্রামের আমতলা নামক মৎস্য ঘেরে কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়।

হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। মৃত্যুকালে পিতা,মাতা,স্ত্রী ও তিন বছরের এক পুত্র সন্তান রেখে গেছে।