মনিরামপুরে কপোতাক্ষ হজ্জগ্রুপের হাজী প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠিত

rohitaরোহিতা (মনিরামপুর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদে কপোতাক্ষ হজ্জগ্রুপ এর আয়োজনে ২০১৮ সালে হজ্জ গমনকারীদের নিয়ে হজ্জ প্রশিক্ষন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১০ টায় উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদে হজ্জ প্রশিক্ষন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কপোতাক্ষ হজ্জ গ্রুপের মনিরামপুর উপজেলার পরিচালক আলহাজ্ব মাওলানা কাজী মো:ইউসুফ হোসেন এর সঞ্চালনায় হজ্জ প্রশিক্ষন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার মেয়র ও মনিরামপুর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো:মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো:মোকারম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা কপোতাক্ষ হজ্জগ্রুপ এর পরিচালক আলহাজ্ব মুন্সি মো:মামুনুর রশিদ বাবু। আরো উপস্থিত থাকেন খেদাপাড়া পুলিশ ক্যাম্পের আই সি এস আই আইনুদ্দিন।

প্রধান অতিথি আলহাজ্ব মো মাহমুদুল হাসান বলেন, হাজীদের সঠিক হজ্জ পালনে ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে কপোতাক্ষ হজ্জগ্রুপটি। যাদের খেদমতে বর্তমানে সর্বজন প্রশংসিত। হাজীদের উত্তম সেবা দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে কপোতাক্ষ হজ্জগ্রুপটি।

হজ্জ গমনকারীদের প্রশিক্ষন শেষে হাজীদের উদ্দেশ্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কপোতাক্ষ হজ্জগ্রুপের মনিরামপুর পরিচালক কাজী মাওলানা ইউসুফ হোসেন।