ছয় পুলিশ সুপার বদলি

police logoডেস্ক রিপোর্ট: পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বুধবার তাদের বদলির আদেশ জারি করে।

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার মো. অনিছুর রহমানকে পাঠানো হয়েছে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার টুটুল চক্রবর্তীকে সিরাজগঞ্জ পাঠানো হয়েছে পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে।

আর মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনকে ট্যুরিস্ট পুলিশের সুপার করা হয়েছে।

নৌ পুলিশের সুপার সুব্রত কুমার হালদারকে মাদারীপুর জেলায় এবং নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে মেহেরপুর জেলায় পাঠানো হয়েছে পুলিশ সুপারের দায়িত্বে।