নিজের মেয়েকে ‘নববধূ’ সাজিয়ে ফেসবুকে নিলাম

নিজের ১৭ বছর বয়সী মেয়েকে নববধূর রূপে সাজিয়ে ফেসবুকের মাধ্যমে নিলামে তুললেন দক্ষিণ সুদানের এক ব্যক্তি।

নিলামে ওই মেয়েকে জিততে তার বাবাকে ৫০০ গরু, ১০,০০০ ডলার, দুটি বিলাসবহুল গাড়ি, দুটি বাইক, কয়েকটি দামি মোবাইল ফোন ‘উপহার’ দেন ওই দেশের একজন নামকরা ব্যবসায়ী। যার আরো ৮জন স্ত্রী রয়েছে।

এই নিলামে অংশ নেন পাঁচ ব্যক্তি। যাদের মধ্যে ওই অঞ্চলের ডেপুটি জেনারেল ছিলেন। পোস্ট রিপোর্ট করার পর বিষয়টি মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের চোখে পড়ে।

আফ্রিকার নারীদের নিয়ে কাজ করা সংস্থা ‘আফ্রিকান ফেমিনিজম’-এর পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়, “নভেম্বর মাসে দক্ষিণ সুদানের একটি মেয়েকে ফেসবুকে রীতিমতো সাজিয়ে গুছিয়ে এনে নিলামে চড়ানো হয়। মানিবাধিকার সংগঠনগুলি একে ‘আধুনিক যুগের দাস-প্রথা’ বলে অভিহিত করেছে।