আসন্ন কাউন্সিল উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির চার নেতাকে দাওয়াতপত্র পাঠিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্র নিয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ শিপু। বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।
বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
কাউন্সিলে মহাসচিব ছাড়াও দাওয়াত পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস।
এদিকে আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসবে বিএনপির স্থায়ী কমিটি।