করোনা নেগেটিভ ২৬ শতাংশ মানুষের শরীরেও অ্যান্টিবডি : গবেষণা

corona virus test kit

রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়েকশন (আরটিপিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা (কোভিড-১৯) থেকে সেরে ওঠা প্রায় ৯০ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া যাদের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে, তাদের মধ্যে প্রায় ২৬ শতাংশের শরীরেও অ্যান্টিবডি পাওয়া গেছে। এই অ্যান্টিবডি ৯ মাস পর্যন্ত স্থায়ী থাকার প্রমাণ মিলেছে।

চট্টগ্রামের একদল গবেষকের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১ হাজার ৫৩০ জনের শরীরে করোনার অ্যান্টিবডি নিয়ে এই গবেষণা চালানো হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রবের নেতৃত্বে এ গবেষণায় অংশ নেন ওই হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট এইচ এম হামিদুল্লাহ মেহেদী, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী এম এ কবির চৌধুরী, সহকারী সার্জন অমি দেব ও চিকিৎসা কর্মকর্তা মোরতাহিনা রশিদ।
গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর তাদের প্রধান লক্ষণগুলো ছিল- জ্বর (৯২ শতাংশ), কাশি (৬৩ শতাংশ), ঘ্রাণশক্তি লোপ (৫২ শতাংশ)। এ ছাড়া গলাব্যথা, মাথাব্যথা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট উপসর্গ ছিল তাদের। আক্রান্তদের অনেকেই আগে থেকে ডায়াবেটিস (১৫ শতাংশ), উচ্চ রক্তচাপ (২৩ শতাংশ), শ্বাসতন্ত্রের জটিলতা (৯ শতাংশ), হৃদরোগ ইত্যাদি দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন। কোভিড থেকে সুস্থ হওয়ার পরে তাদের প্রায় ৫৭ শতাংশের কোনো না কোনো উপসর্গ দীর্ঘদিন বিদ্যমান ছিল।