প্রকাশিত হলো বইবিষয়ক দ্বিমাসিক ‘আজকের বই’-এর প্রথম সংখ্যা

প্রকাশিত হয়েছে বইবিষয়ক দ্বিমাসিক পত্রিকা ‘আজকের বই’-এর প্রথম সংখ্যা (ডিসেম্বর-২০২১)। পত্রিকাটিতে রয়েছে বইবিষয়ক প্রবন্ধ, বই আলোচনা, বই কথন, বই পরিচিতি, সাক্ষাৎকার ও সাহিত্য সংবাদ।

প্রথম সংখ্যায় যাঁদের লেখায় সমৃদ্ধ তাঁরা হলেন , সৈয়দ মুজতবা আলী, হাবিবুর রহমান সিজার, শাপলা রহমান, ড. সাঈফ ফাতেউর রহমান, বিপাশা চক্রবর্তী, আশরাফুল আলম, শেখ জহিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া রয়েছে কথাসাহিত্যিক মার্কী মেহের রচিত ধারাবাহিক উপন্যাস ‘এ কেমন জীবন’। পত্রিকাটির সম্পাদক হাবিবুর রহমান সিজার বলেন, “পাঠকদের একান্ত আগ্রহেই মহামারি করোনার মধ্যেও আজকের বই প্রকাশ করা হয়েছে।

আশা করছি, বোদ্ধা পাঠকবৃন্দ এবং আজকের বইকে নিজের বলে গ্রহণ করবেন। এটি মূলত বুক রিভিউ-বিষয়ক পত্রিকা। সঙ্গত কারণে রিভিউকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। তবে এর বাইরেও নিয়মিতভাবে প্রকাশিত হবে প্রবন্ধ, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।”

পত্রিকাটি পাওয়া যাচ্ছে প্রথমা, পাঠক সমাবেশ কেন্দ্র, পাঠশালা, বিদিত, উজান (ঢাকা), জাগতিক (কনকর্ড, কাঁটাবন), কবিতা ক্যাফে, সংহতি, বেঙ্গল বই, বাতিঘর (ঢাকা), বাতিঘর (চট্টগ্রাম), বাতিঘর (সিলেট), বিদ্যাসাগর (রাজশাহী), আজাদ অঙ্গন (ময়মনসিংহ), ও বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত-এর সাতটি আউটলেটে।

এ ছাড়া ajkerboi.com সহ সকল অনলাইন বুকশপে। পত্রিকাটি সম্পাদনা করেছেন হাবিবুর রহমান সিজার, প্রকাশনায় মাস্টার ভিশন পাবলিকেশন্স। এই সংখ্যার প্রচ্ছদ করেছেন জাবেদ পাটওয়ারী। মূল্য ১০০ টাকা।