ডলারের একক দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের একক দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক ৮৯ টাকায় বিক্রি হবে প্রতি মার্কিন ডলার।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক বিলস ফর কালেকশন (বিসি) সেলিং রেট ৮৯ টাকা ১৫ পয়সা। আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করার সময় ব্যাংকগুলো এই হার অনুসরণ করবে।

এর আগে, ডলারের আন্তঃব্যাংক দর ৮৭ টাকা ৯০ পয়সা থাকলেও গত কয়েক দিনে অনেক ব্যাংক প্রবাসী ও রফতানিকারকদের থেকে ৯৫ টাকা পর্যন্ত দরে ডলার কিনেছে।

আর আমদানিকারকদের কাছে তা বিক্রি করেছে ৯৭ টাকা পর্যন্ত দরে। এছাড়া খোলাবাজারে ডলারের দর উঠে গেছে ৯৮ থেকে ৯৯ টাকায়।

হঠাৎ করে এভাবে ডলারের দর বৃদ্ধির পেছনে কোনো কারসাজি আছে কিনা তা যাচাইয়ের জন্য বিভিন্ন ব্যাংক পরিদর্শনে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক।

পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির পরিমাণ ৫৮০ কোটি ৭০ লাখ।