টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের শুরুতে ব্যাটিংয়ের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের সঙ্গে স্পিন বিভাগ তিনিই সামলাবেন। ফলে জায়গা হারাতে হয়েছে তাইজুল ইসলামকে। এবাদত হোসেন ও খালেদ আহমেদের সঙ্গে পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান।

সবাইকে ভুল প্রমাণ করতে চান সাকিবসবাইকে ভুল প্রমাণ করতে চান সাকিব
অভিজ্ঞ মুশফিকুর রহিম না থাকায় তার জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে গ্লাভসও তার হাতে থাকছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।