ত‍্যাগ

 

আবার এসেছে ঈদুল আযাহা

ত‍্যাগের মহিমা নিয়ে,

যে মহান ত‍্যাগের মহা পরাকাষ্ঠ

দিয়েছেন ইব্রাহীমে।

আল্লাহ তার প্রিয় খলিলকে

করিতে পরীক্ষা,

নিজ হাতে পুত্র করো কুরবানী

দেখি তোমার দীক্ষা।

পুত্রকে সাথে লইয়া খলিল,

লুকাইয়া দেহে ছুরি-

আল্লাহর আদেশ করিতে পালন,

নেই কোন জারিজুরি।

ইসমাইলে বলিলেন নবী

খোদার ইচ্ছার কথা।

ইসমাইল বলেন,খুশির খবর

আমি রাজি আছি পিতা।

ঈমানের বল আর বিশ্বাস,

কতো উন্নত হলে পরে-

মৃত‍্যু দুয়ারে তবুও পুত্র,

স্থির,ধর্য‍্য ধরে।

পুত্রকে দিতে হলোনা কুরবানী,

খুশি হয়ে খোদা নিজে-

পশু কুরবানীর আদেশ আনি,

খলিল শুকরিয়ায় সিজে।

 

লেখায়:মো: মতিয়ার রহমান।

 

সহকারী শিক্ষক, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।