বিপ্লবী

অদ্ভুত এক আততায়ী আমি,
ভয়ংকরী, প্রলয়ঙ্কারী এক
অভিশাপের প্রতিরুপ।
আমার নয়নঘোলা আগুন গোলা
আমার উষ্ণ রক্তের লোমকূপ৷
আমি তেজিয়ান ফির মম পদভারে
আমি গিলে ফেলি যা অন্যায় তারে,
পুনঃ শীরচ্ছেদ দিয়েছি আমি
অপরাধ রাজা করেছে যারে!
আমি অগ্নিকুণ্ড মাঝে নাচি
নাচাই ক্ষেপা অধীশ্বর,,
করি ধরনীরে চুষে চৌচির আমি
মহাপ্রলয় করি স্বয়ংবর।
কে আছে মোর পথের বাধা?
উপড়ে ফেলি শিকড় সকল
মম সংবিধান হবে শ্রেষ্ঠ ও শেষ
বাকি যা আছে সবই নকল।
আমি প্রনয় আনিলে প্রনয় আনি
প্রলয় হানিলে প্রলয়
দেবের কাছে দেবদূত আমি
যমের কাছে যমালয়।
সাবধান!সাবধান হে বিশ্ব,
আমি ক্ষেপে কেপে তুলি কম্পন
আমি যাযাবর আমি ভিনদেশী
আমার বজ্র হৃদস্পন্দন।
আমি হুংকার ছেড়ে টর্নেডো আনি
চিৎকারে তুলি জলোচ্ছ্বাস
আমি মুক্ত চির স্বাধীন
আমি মুক্তির মহা উচ্ছাস।
আমিও কোমল চিরন্তন
আমার অতলস্পর্শ ক্রন্দন।
দেখে হাসে সব টিটকিরি দেই
তাইতো চির তিক্ত আজ
নৃশংস আমি, সেজেছি নরসাজ।
যবে বিধাতা আমায় দণ্ড শোনাবে
তবে যদি নত হই
এই ধরার মাঝে আমিই রাজা
আমি কারো দাস নই।
আমি রাজা আমি অধিপতি
আমার বিশ্বজোড়া শাসনভার
আমারে শাসাবে মানুষ কোনো?
দেখি সে কতোবড় কলিজার!