স্কুল ফাঁকী দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ৬০ শিক্ষার্থী আটক

ঝিনাইদহে স্কুল ফাঁকী দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ৬০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শহরে কিশোর গ্যাং প্রতিরোধে নান্দনিক উদ্যোগ নিয়েছে পুলিশ। স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা যাতে বিপথগামী হতে না পারে সে জন্য স্কুল টাইম কঠোর ভাবে মনিটরিং করা হচ্ছে।
বৃহস্পতিবার কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়ায় প্রায় ৬০ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এই অভিযানের নেতৃত্ব দেন। তথ্য নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার শহরের বিভিন্ন পার্কে স্কুল ফাঁকী দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছিল।

এমন খবর পেয়ে পুলিশ বিভিন্ন পার্কে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এবং অভিভাবকদের জিম্মায় তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহনের জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।