যশোরে ভারতীয় নাগরিকসহ ৪জন আটক

যশোরে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ ৪জনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। তারমধ্যে একজন রয়েছে ভারতীয় নাগরিক। এঘটনায় চারজনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগা উপজেলার মহিগঞ্জের মৃত গোপাল চন্দ্রের ছেলে সিদাম সাহা, বেনাপালের উত্তর গাতিপাড়ার মৃত শহিদুলের মেয়ে বিউটি খাতুন, চাঁচড়া এলাকার মৃত আমজাদ শেখের মেয়ে শাহিনুর খাতুন ও বেনাপোল ভবেরবেড় এলাকার বাসিন্দা জাহিদ কবীরের স্ত্রী ফাতেমা খাতুন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তি বৃহস্পতিবার রাতে র‌্যাব জানতে পারে স্টেশন থেকে চৌরাস্তা আসার পথে হরিজন পল্লির সামনে এক দল চোরাকারবারী বিভিন্ন মালামালসহ অবস্থান করছেন। তাৎক্ষনিক একটি টিম সেখানে অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও ওই ৪জনকে রাত আনুমানিক দশটার দিকে আটক করে র‌্যাব। এ সময় তাদেরকাছ থেকে ভারতীয় তেল, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, ফেসওয়াশসহ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। যার দাম চার লাখ ৬০ হাজার ৮শ’ ৫৫ টাকা। এঘটনায় র‌্যাব-৬ যশোরের জেসি আবু তাহের বাদী হয়ে কেতোয়ালী থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারকর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।