যশোরের শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো, উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে, আঃ মান্নান (২৭), ও একুই গ্রামের আয়ুব আলীর ছেলে, আমিরুল ইসলাম (৪২)
ডিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে এসআই আমিরুল ইসলাম, ও এসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামের আরব আলী হাজীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ঐ দুই জনকে গ্রেফতার করে।
যশোর জেলা গোয়েন্দা (শাখা) ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে, আদালতে প্রেরণ করা হয়েছে।