বেনাপোলে ২১টি ককটেল বোমা উদ্ধার

বেনাপোলে ২১ টি ককটেল বোমা উদ্ধার হয়েছে। মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরপাড় থেকে র‌্যাব ককটেল এর চালানটি উদ্ধার করে।
যশোর র‌্যাব -৬এক প্রেস ব্রিফিংয়ে জানায় পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরপাড় এর ঝোপের মধ্যে থেকে ২১ টি ককটেল বোমা জব্দ করা উদ্ধার করা হয়। নাশকতা ঘটানোর জন্য হয়ত কেউ ককটেল গুলো জড়ো করেছিল।

বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের হালিমা বেগম জানায় সামনে দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব বোমা সন্ত্রাসীরা মজুদ করতে পারে।

যশোর র‌্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো জব্দ তালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।