শহীদ বাংলার অবদান

লক্ষ্য শহীদের প্রাণে

সজ্জীত বাংলার মাটি।

মুক্তি সেনার ঘাটি

সহস্র শহীদের মাটি।

 

তুমি নগণ্য তুমি অতি ধন্য।

ধরেছো বুকে সপ্তম বীর সন্তান।

মুজিবের ডাকে,

মুক্তিসেনারা বাউঠেছিল অস্ত্র হাতে।

 

প্রাণ দিল মুক্তি সেনা কত

তিতুমীরের প্রতি উড়াও নিশান।

ভাঙ্গা কেল্লায় বিজয়ের গান।

শহীদ হলো দিয়ে গেল নতুন প্রাণ।

 

তাইতো হাঁটছি নতুন বাংলায়

দেখাচ্ছে কত স্বপ্ন আমায় ।

শেকড়ে ফিরব আবার

মূল কে করব পোক্ত।