নরেন্দ্রপুরে দুই শহীদের বাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ঈদ উপহার প্রদান

সোমবার ২৪ মার্চ জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে গণঅভ্যুত্থান চলাকালে নরেন্দ্রপুর ইউনিয়নের শাহাদাতবরণকারী দু’জনের বাড়িতে অনিন্দ্য ইসলামের ঈদ উপহার প্রদান।

৫ আগষ্ট ফ্যাসিবাদ সরকার বিরোধী গণঅভ্যুত্থান চলাকালে শাহাদাতবরণকারী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে বলরামপুর নিবাসী তারেক হোসেন ও শাখারীগাতী নিবাসী সিফাত ফেরদাউসের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষে “জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় “ঈদ উপহার” পৌছে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি ডাঃ আলাউদ্দিন আল মামুন, ডাঃ গাজী শরীফুজ্জামান, ডাঃ নাসিম জামান রিফাত, যশোর সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুর রহমান সাকিল, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমামুল ইসলাম তুহিন, ছাত্রনেতা পলাশ খান প্রমুখ।