বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক ফ্যাসিস্টেদের বিদেশী প্রভুরা সেটি কোনদিনই চায় না- অমিত

যশোরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদেশী প্রভুরা সেটি কোনদিনই চায় না। যে কারণে তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়ে দীর্ঘ অনেক ১৬ বছর অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখেছিল। ফ্যাসিস্টের পতনের পর আজও বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে।

রবিবার যশোর নগর বিএনপির ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে ৬ নম্বর ওয়ার্ড শাখা এবং শহরের একটি রেস্টুরেন্টে ৫ নম্বর ওয়ার্ড শাখার পৃৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপির দায়বদ্ধতা দেশের জনগণের কাছে। তাদের ভোটে বিএনপি অতীতের মতো আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাই বিএনপিকে কোন ষড়যন্ত্র কিংবা চক্রান্ত করে কোন লাভ হবে না, জনগণ সেটি প্রতিহত করবে।

তিনি দলীয় নেতাকর্মীদের আরও সংযম প্রদর্শনের নিদের্শ প্রদান করে বলেন, দলের কোন কর্মী শহীদ জিয়াউর রহমানের আদর্শের বাইরে যেতে পারে না। কেউ যদি শহীদ জিয়াউর রহমানের আদর্শের বাইরে কিংবা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনার বাইরে যান তার জায়গা বিএনপিতে হবে না। ব্যক্তি সর্ম্পক বিবেচনা করে দলের কোন কর্মীর অপরাধ ক্ষমা করার কোন সুযোগ নেই।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভায় সভাপতিত্ব করেন সভাপতি শাহজাহান বাবু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়া ৫ ওয়ার্ড বিএনপির সভায় সভাপতিত্ব করেন সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক।

পৃথক দুটি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সহ-সভাপতি খায়রুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।