যশোরে স্বামীর পরকীয়া প্রেমের বলি হলেন স্ত্রী

las

যশোরের চৌগাছায় স্বামীর পরকীয়া প্রেমের বলি হয়েছেন দুই সন্তানের জননী মমতাজ বেগম জেসমিন (৩৫)। স্বামীয়র পরকীয়ায় বাঁধা দেওয়া তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চৌগাছা থানার পুলিশ রোববার (২৫ মে) সকালে বাড়ির পাশের বাগান থেকে জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলসারা গ্রামে।

জেসমিন ফুলসারা গ্রামের হবিবর রহমানের মেয়ে। ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামের মাসুদের সাথে জেসমিনের বিয়ে হয়। তাদের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মাসুদ দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে শ^শুর বাড়িতে অবস্থান করছিলেন।

শশুর বাড়িতে থাকার কারনে জেসমিনের প্রবাসি ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মাসুদ। জেসমিনের স্বজনরা অভিযোগ করেন, জেসমিনকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো মাসুদ। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

তাদের ধারনা স্বামীর পরকীয়ায় দাম্পত্য কলহের জেরে জেসমিনের উপরে শারিরিক নির্যাতনে মৃত্যু হয়। পরে তাকে বাড়ির পাশ্ববর্তী বাগানের একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে।

ঘটনার পর থেকেই মাসুদ আত্মগোপন করেছে বলে জানা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জেসমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।